• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৭:৪৭
স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি

শেরপুরে সাবেক স্ত্রীর করা ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।মামলার শুরু থেকেই আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে শাহ আলী (৪৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. গোলাম কিবরিয়া বুলু এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ২০১৫ সালের ২৫ জানুয়ারি সদর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

তিনি আরও জানান, ঘটনাটি ২০১২ সালের ১৩ মে থেকে ২০১৪ সালের ১৪ নবেম্বরের মধ্যে ঘটেছে। ওই সময় স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি গোপন রেখে স্ত্রী হিসেবে ভুক্তভোগী বাদীর সঙ্গে সংসার এবং শারীরিক সম্পর্ক করেন শাহ আলী।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
নারী নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ৬ জনকে আসামি করে মামলা
X
Fresh